খাগড়াছড়ি দীঘিনালায় তামাক গাছের সাথে শত্রুতা করে ১একর জমির তামাক গাছ রাতে আধাঁরে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বোয়ালখালী ইউনিয়নের কামাক্যাছাড়া এলাকার মাইনী নদীর তীরে তামাক চাষ করছিল কবাখালী ইউনিয়নের তামাক চাষী মো: রফিকুল ইসলাম ও মো: জামাল হোসেন।
বৃহস্পতিবার রাতে তামাক চাষী মো: রফিকুল ইসলাম’র দেড়কানি (৬০শতক) ও মো: জামাল হোসেন’র ১কানি (৪০শতক) জমির তামাক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
তামাক চাষী মো: রফিকুল ইসলাম বলেন, আমি বিকালে তামাক খেত দেখাশুনা করে বাড়িতে চলে আসি, সকালে খরব পাই কে বা কারা আমার দেড়কানি (৬০শতক) জমির তামাক গাছ কেঁটে দিয়েছে। আগামী এক মাসের মধ্যে তামাক গাছ থেকে পাতা সংগ্রহ করতে পারতাম এমন গাছগুলো কেটে দিয়েছে। আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: জাকারিয়া বলেন, কামাক্যাছাড়া এলাকায় ১একর জমির তামাক গাছ কেঁটে দিয়েছে শুনেছি। তামাক চাষীরাদের পক্ষ থেকে কোন অভিযোগ করে নাই। তবে অভিযোগ করলে অভিযোগ নেয়া হবে।