বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৯, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা বাঘাইছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত ৬ জানুয়ারি ২০২৫ইং তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫মিনিটের সময় উপজেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ নাছির উদ্দীনের শ্বশুর বাড়িতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮-১০জনের একটি দল হঠাৎ এসে বাড়িঘর ঘেরাও করে ফেলে। এসময়ে তারা দরজায় লাথি দেয় এবং দরজা না খুললে দরজা ভেঙ্গে ফেলার হুমকি দেয়। উপজেলার ৭নং ওয়ার্ড এফব্লক এলাকায় এধরনের ঘটনা ঘটেছে।

যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তারা হলেন-বাঘাইছড়ি পৌর যুবদল সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত,কলেজ ছাত্রদলের সদস্য সচিব সারওয়ার গাজি, পৌর ছাত্রদলের যুগ্নআহবায়ক শাহাদাৎ মেল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আমির হোসেনসহ আরো অনেকে।

স্থানীয়রা লোকজন ও উপজেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ নাছির উদ্দীন জানান, উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের কিছু নেতাকর্মী এফব্লক এলাকায় বাড়িটি ঘেরাও করে রেখেছে। কারন খাগড়াছড়ি হতে জয়নাল আবেদীন নামে একজন লোক বেড়াতে এসেছে এবং তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। এ কারনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮-১০জনের একটি গ্রæপ ওই বাড়িঘর ঘেরাও দিয়ে রাখে পরে বাড়ির মালিক এবং জয়নালের কাছ থেকে ২লক্ষ টাকা চাঁদা দাবি করে। রাতেই বিষয়টি উপজেলা বিএনপি’র সভাপতি ওমর আলীকে বিষয়টি অবহিত করলে তার কাছ থেকে কোন সুরাহ পাওয়া যায়নি। পরে ৭নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি ফারুকের সহযোগিতা চাই। পরবর্তীতে ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফারুক সেখানে উপস্থিত হলে তার নেতৃত্বে ২৫ হাজার টাকা চাঁদা দিয়ে রাতেই ঘটনাটি ধাপাচাপা দেওয়া হয়।

নাছির উদ্দীন জানান, গত ৭ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপি’র দায়ীত্বশীল নেতৃবৃন্দদের বিষয়টি অবহিত করি। তারা সন্ধ্যায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিয়ে বিষয়টির উপর জরুরী সভা ডাকেন। জরুরী সভায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদুল আলম বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে এবং পৌর বিএনপি’র সভাপতি নিজাম উদ্দীন বাবু চাঁদাবাজির এমন ঘটনা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয় বলে বক্তব্য রাখেন। তাৎক্ষনিক তাকে থামিয়ে দেন উপজেলা বিএনপি’র সভাপতি ওমর আলী। তিনি বলেন এটা কোনো চাঁদাবাজি নয় এবং এই রকম কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি ওমর আলী চাঁদাবাজদের পক্ষ নিয়ে বলেন, যা ঘটেছে তা একদম সঠিক ছিল এবং চাঁদাবাজিকে উৎসাহ দিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন ওমর আলী।

এ বিষয়টি নিয়ে বাঘাইছড়িতে নানান গুঞ্জন ও বিএনপি’র মধ্যে পক্ষ বিপক্ষ গ্রুপ সৃষ্টি হয়ে অপ্রসংঙ্গিক কথাবার্তা ছড়িয়ে পড়েছে। যা বিএনপি’র জন্য বিরাট ক্ষতি হচ্ছে।এদিকে এব্যাপারে মুঠোফোনে উপজেলা বিএনপি’র সভাপতি ওমর আলীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অবগত নহে বলে জানান। বিএনপিতে কোন চাঁদাবাজ নাই বলে বিষয়টি উড়িয়ে দেন।

 

এদিকে এবিষয়ে জেলা বিএনপি’র কাছ থেকে সুবিচার পেতে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা বিএনপি’র সহসভাপতি এবং এঘটনার বাদী মোঃ নাছির উদ্দীন। তবে জেলা বিএনপি নাছিরের অভিযোগ পাওয়ার সাথে সাথে ২৫হাজার টাকা ফেরৎ দিতে নির্দেশ দিয়েছেন। আজ ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার চাঁদাবাজির ২৫হাজার টাকা ফেরৎ দেওয়ার কথা রয়েছে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, এব্যাপারে কেউ লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি। যে কেউ আইনী সহযোগিতা চাইলে তা দিতে বাধ্য পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ইফা’তে বিদায়-বরণ সংবর্ধনা অনুুষ্ঠিত 

বিলাইছড়িতে পালবার লিংসেন্টার পরিদর্শনে জেলা প্রশাসক

অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া

রাঙামাটিতে নতুন এসপির যোগদান

এবিসিএস এর নতুন পালক প্রধান হিসাবে রেভারেন্ট রোনাল্ড দিলীপ সরকার এর যোগদান

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে বরকলে পিসিপির ছাত্র ও জনসমাবেশ

রাঙামাটিতে পরিবেশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবসে কৃষকদের মাঝে আলুর বীজ বিতরণ

রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

কাউখালীর দুর্গম ডোবাকাটায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

%d bloggers like this: