খাগড়াছড়ির রামগড়ে উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্প এর আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকাল থেকে রামগড় হর্টিকালচার সেন্টার ডর্মেটরী মাঠ চত্তরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় ও অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট অপকা’র বাস্তবায়নে এই মেলা শুরু হয়।
অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট অপকা’র নির্বাহী পরিচালক মো: আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন, রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক শাহ মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
অপকার এডমিন অফিসার শামসুল ইসলাম এর সঞ্চলানায় মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুমন মিয়া, হর্টিকালচার কর্মকর্তা ভুশন মহাজন সহ প্রমুখ।
উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় ৮টি স্টল সাজিয়েছেন। ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত কৃষি পণ্যের মানোন্নয়ন ও বিপণনে সহায়তা করা, প্রকৃতির ভাবে রাসায়নিক মুক্ত ফসল উৎপাদন সহ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের ব্র্যান্ডিং ও ই-কমার্স বিষয়ক দক্ষতা উন্নয়নসহ ই-কমার্স সেবা বিস্তৃতিকরণের মাধ্যমে বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিক সচ্চতা প্রদানে উদ্বুদ্ব করা হয়।