শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে দুই গ্রুপের সংঘর্ষ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৮ নেতা বহিষ্কার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ৮, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ

দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি ও নানা অনিয়মের অভিযোগে বাঘাইছড়ি ও কাউখালী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতাকে বহিষ্কার করেছে রাঙামাটি জেলা বিএনপি। বাঘাইছড়িতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাঁচজন এবং কাউখালীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার (৭ মার্চ) রাতে জেলা বিএনপি কর্তৃক পৃথক আদেশের মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। একইসঙ্গে বাঘাইছড়িতে জেলা অনুমোদনবিহীন শ্রমিক দলের পৌর ও থানা কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি দলীয় কোন্দলের জেরে বাঘাইছড়িতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। অভ্যন্তরীণ কোন্দল, সংঘর্ষের ঘটনা ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপি পাঁচ নেতার দলীয় পদ স্থগিত করা হয়। এরা হলেন— উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফ আলী, পৌর ছাত্রদল সদস্য মো. আইয়ুব আলী, পৌর যুবদল সদস্য প্রকাশ সরকার ও পৌর যুবদল সদস্য মো. খোরশেদ জর্জ।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নিজ স্বার্থে বিশৃংখলা সৃষ্টি সহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত ১৭ ফেব্রুয়ারী তারা সুনির্দিষ্ট কারন ব্যাতিত দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে নিজ দলের বিভিন্ন নেতাকর্মীকে প্রকাশ্যে সংঘবদ্ধ হয়ে শারিরীকভাবে নাজেহাল করে গুরুতর আহত করেন এ বিষয়ে বাঘাইছড়ি পৌর বিএনপি গত ০৬ ফেব্রুয়ারী লিখিতভাবে ঘটনার সত্যতার বিষয়ে রাঙামাটি জেলা বি.এন.পি, কে অবহিত করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের সকল নির্দেশনা অমান্য করে দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃংখলা নষ্ট করায় তাদের সকল পর্যায়ের দলীয় সকল পদ পদবী ও পদের কার্যক্রম দলের গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক অভ্যান্তরিণ শৃংখলা রক্ষার প্রয়োজনে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হইল।

অন্যদিকে, কাউখালী উপজেলায় জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা সৃষ্টি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— ঘাঘড়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম মাহমুদ, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন ও উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মো. রিপন মিয়া। এদের মধ্যে মো. সেলিম মাহমুদের বিরুদ্ধে আগে থেকেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল এবং তার বিরুদ্ধে দুইবার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে তিনি পুনরায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক বহিষ্কার করা হলো। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কার হওয়া ব্যক্তিরা এখন থেকে বিএনপির কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং কোনো দলীয় পদ-পদবি ব্যবহার করতে পারবেন না।

উল্লেখ্য এর আগে, অবৈধ সিগারেট ব্যবসা, বাজার ফান্ড ও পৌর টোল দখল, বালুর মহাল থেকে চাঁদা আদায়, এবং স্থানীয় জনগণকে জিম্মি করে টাকা আদায়সহ বিভিন্ন অপকর্মের অভিযোগে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি সহ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের মোট ৯ জন নেতার পদ স্থগিত করে জেলা বিএনপি। এবং গত ৪ মার্চ চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, দলের শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাঙামাটি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ট্যাব পেল ১০২ জন শিক্ষার্থী

রাজস্থলীতে জমকালো আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপিত, প্রতিমা বিসর্জন কাল

কাপ্তাইয়ে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের ১৮ ঘন্টা পর লাশ উদ্ধার

ব্যাঙছড়ি বৌদ্ধ বিহারের ছাত্রাবাসের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন 

ধর্ষকের শাস্তি বহালের দাবীতে রাঙামাটিতে ৩ ঘন্টার অবরোধ পালন

বাঘাইছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ২০তম কাউন্সিল অনুষ্ঠিত 

যুগ্মসচিব পদোন্নতি পাওয়ায় সোনামনি চাকমাকে সংবর্ধনা

মানিকছড়িতে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধে কাপ্তাইয়ে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু 

কাপ্তাইয়ে পাহাড় ধ্বসের ৬ বছর: এখনো ঝুঁকিতে বসবাস করছে অনেক পরিবার

%d bloggers like this: