একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জুরাছড়িবাসী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে কাপ্তাই ভুমি কমিশনার স্বরূপ মহুরির নেতৃত্বে সরকারি কর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পুলিশ, বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি) অঙ্গ সংগঠন, জুরাছড়ি ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ, বালিকা উচ্চ বিদ্যালয়, মৎস্য বিভাগ, প্রাথমিক শিক্ষক সমিতি, বেসরকারি উন্নয়ন সংস্থার ভাষা শহীদের পুষ্পমাল্য অর্পণ করেন।