বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের ব্যবস্থাপনায় (মঙ্গলবার) রাঙামাটি পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন।
এসময় সম্মানিত প্রধান অতিথি বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য যে, এবারের চট্টগ্রাম রেঞ্জ আন্তঃ জেলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে চট্টগ্রাম জেলা পুলিশ হ্যান্ডবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ হ্যান্ডবল দল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মারুফ আহম্মদ, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল, ইন্সপেক্টর আবু জাফর, ইন্সপেক্টর বাশারসহ আরো অনেকে।