‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে- সম্প্রীতি ও সৌর্হাদ্যের বন্ধনে’- এ শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও যুব রেডক্রিসেন্ট রামগড় উপজেলা দলের সহযোগিতায় উপজেলায় শতাধিক অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, রামগড় বাজার কমিটির সভাপতি মো: জসিম উদ্দিন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রামগড় যুব রেড ক্রিসেন্ট উপজেলা দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিকরা।