খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় জামায়েত ইসলামের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মেরুং বাজার এলাকায় উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি মোঃ আক্কাস আলীর সঞ্চালনায় উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামী’র খাগড়াছড়ি ২৯৮ নং সাংসদীয় আসনের মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।
এতে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে। তিনি বলেন, এবারের শুধু একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় বরং এটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। দেশ ও জনগণের কল্যাণে ন্যায়বিচার, সামাজিক সুবিচার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে জনগণের সমর্থন প্রত্যাশা। সুস্থ রাজনৈতিক পরিবেশ, ন্যায়বিচার ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা জামায়েত ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন।