কাউখালীতে আনন্দ শোভাযাত্রা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভাতের বর্নিল আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ বরণ ১৪৩২।
এই উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল সারে নয় টায় কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের নেতৃত্বে সর্বস্থরের জনগণ, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহনে একটি বর্নাঢ়্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি আবার উপজেলা সদরে শেষ হয়।
শোভাযাত্রায় বাদ্য যন্ত্র সহকারেপালকি, কুলা সহ বর্ণিল সাজে সজ্জিত হয়ে কয়েকশতাধিক নারী পুরুষ অংশ নেন। এসময় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশ গ্রহন করেন। পরে সাংষ্কৃতিক অনুস্টান অনুস্টিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির চিরায়ত উৎসব। এ উৎসবের মাধ্যমে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হই, আনন্দ ভাগাভাগি করি, তিনি কাউখালী উপজেলার সবস্তরের জনসাধারনকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান।