গত ১৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ২০২৩-২৪ সেশনের ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নুর হোসেন। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসীম উদ্দিন।
ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও আলহাজ্ব মোঃ জান্নাতুল ইসলাম এর উপস্থিতিতে সকল শুরা সদস্য নিয়ে ২০২৫২৬ সেশনের কমিটি গঠনের জন্য যাচাই-বাছাই পূর্বক শুরা সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের ব্যবস্থা করা হয়। এতে এই শুরা অধিবেশনে সকল শুরার উপস্থিতিতে সর্বোচ্চ ভোটের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদারকে। এছাড়া সিনিয়র সহ সভাপতি হিসেবে আলহাজ্ব জসীমউদ্দীন, সেক্রেটারি হিসেবে মাওলানা নূর হোসেন ও জয়েন্ট সেক্রেটারি হিসেবে মাওলানা ওমর ফারুক কে নির্বাচিত করা হয়। সুরা অধিবেশন শেষে এই নতুন ২৫-২৬ শাসনের শুরা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সর্বস্তরের কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই শুরা অধিবেশন সম্পন্ন হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে এই কমিটির বরকত কামনা করে শুরা অধিবেশনের সসমাপ্তি ঘোষণা করে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।