২০২৪-২০২৫ অর্থবছরে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় রাঙামাটির কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বাস্তবায়নে উপজেলার ১ শত ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলন জাতের আউশ ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে।
এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। বিতরণকৃত আউশ ধানের জাত সমূহ হলো ব্রি ধান ৪৮, ৮৫, ৯৮।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এই কৃষি উপকরণ তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা।
এসময় কৃষি বিভাগের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।