রাঙামাটিতে পৌর আ’লীগ সভাপতি বহুল আলোচিত ব্যক্তি বনরুপাস্থ আলিফ বোডিং এর মালিক সোলাইমান চৌধুরীর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন প্রকাশ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার রাত ৯ টায় রাঙামাটি শহরের বনরুপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সারা দেশ ব্যাপী চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতাকে গ্রেফতার করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। সূত্রে জানা যায়, রাঙামাটি জেলা ছাত্রলীগের (সাবেক) যুগ্ন-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন (বাবু)কে কে গ্রেফতার করেছে রাঙামাটি জেলা পুলিশ। পরে জেলা পুলিশ তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ডেভিল হান্ট অভিযানে পৌর আ’লীগ নেতা সোলাইমান চৌধুরীর ছেলে ও জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন বাবুকে বনরুপা এলাকা থেকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।