বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে রাঙামাটির কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৩ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন উপস্থিত থেকে এই মেলার শুভ উদ্বোধন করেন। এসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনর্চাজ মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
আগামী ৭মে ২০২৫ তারিখ পর্যন্ত এই বই মেলা চলবে বলে জানান বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনর্চাজ মোঃ কামরুজ্জামান। মেলার দ্বিতীয় দিনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে ভ্রাম্যমান বইমেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনায় দেশি বিদেশি প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০,০০০ এর বেশি বিখ্যাত বই এই মেলায় রয়েছে।