খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের স্কুলপাড়া এলাকা থেকে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে মহালছড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবলীগ নেতা মোঃ ফজল করিম (২৮) ৪ নং মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রাম এলাকার মোঃ আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে বলে এলাকা বাসী জানান।
বুধবার (১৪ মে ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এস আই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম, মাইসছড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফাঁড়ি টিমের সহযোগিতায় বিশেষ অভিযানটি পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মাইসছড়িতে দোকান ঘর দখল ও অগ্নি সংযোগ মামলার এজাহারভুক্ত আসামী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজল করিম। দীর্ঘদিন ধরে পালাতক ছিলো, গতকাল বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করেছি এবং আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।