প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে রাঙামাটির কাপ্তাইয়ে ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল সমুহের প্রধানদের হাতে ল্যাপটপ তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন।
উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এসময় সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আর্চায্য ও আঁখি তালুকদার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।