জুরাছড়ি উপজেলা বাজারে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ্য ৫৬ পরিবারের মাঝে ৫ লক্ষ ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
আজ সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী অগ্নি কান্ড স্থল পরিশর্দন করেন। পরে উপজেলা বিশ্রামাগারে সংক্ষিপ্ত মতবিনিময়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা হারে প্রদান করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজমসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের কাজ করছে। অত্র উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতি এড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কতৃপক্ষকে অবহিত করা হবে। উল্লেখ গেল রোববার জুরাছড়ি উপজেলা বাজার অগ্নিকান্ডে সম্পূন্য ভাবে পুড়ে যায়।