রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জুরাছড়ি পাহাড়ে শোভা পাচ্ছে জুমের পাকা ধান

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ

 

পাহাড়ে শোভা পাচ্ছে জুমের পাকা ধান। সূর্যের মিষ্টি রোদ যখন সেই ধানের ওপর পড়ে তখন মনে হয় সোনা ছড়িয়ে পড়েছে পাহাড়ে। যখন মৃদুমন্দ বাতাসে বয়ে যায় তখন মনে হয় সোনালি ঢেউ খেলা করছে। মনোরম সেই দৃশ্য। পাকা ধানের গন্ধ ম ম করছে রাঙামাটি জুরাছড়ি উপজেলার পাহাড়।

গেল বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার উপজেলার দুমদুম্যা ইউনিয়নে করইদিয়া, চাম্পাইতলী, ডানে তেছড়ি, মৈদং ইউনিয়নের কাঠাল তুলী, বনযোগীছড়া ইউনিয়নের বালিশ পাড়া, শেরেহুলছড়া, জুরাছড়ি ইউনিয়নের আমতলা, থাচি, বৃগুপাড়া ঘুরে দেখা যায়, জুমিয়ারা পাহাড়ে ধানের পাশাপাশি ভুট্টা, মরিচ,টিল, আদা, হলুদ, যব, সরিষা, মিষ্টি কুমড়া, মারফা, টকপাতা, ফুলসহ বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করেছে। জুমের ধান ঘরে তুলতে বিভিন্ন বয়সি মানুষ ধান কাটতে নেমেছে জুমে। ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন জুমিয়ারা। এবছর জুমের আশানুরূপ ভালো ফলন হয়নি বলে দাবি জুমিয়াদের।

জুরাছড়ি উপজেলায় বসবাসরত মারমা, তঞ্চঙ্গ্যা, চাকমা, পাংখো জনগোষ্ঠীর অধিকাংশরাই জুম চাষের ওপর নির্ভরশীল। তারা জুম চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

বালিশ পাড়ায় বিজয় গিরি চাকমা ও আমতলার চারু বিকাশ চাকমা, অর্নেষ চাকমা বলেন, সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়াই ফলন তেমন একটা ভালো হয়নি। বার্ষরিক খাদ্য পুরনে হিমশিম খেতে হবে বলে মন্তব্য করেন তারা।

দুমদুম্যা ইউনিয়নের প্রবিন হেডম্যান সমূর পাংখোয়া বলেন, শুরু থেকে পাহাড়ে জুমচাষ করে আসছেন তিনি। তার অভিজ্ঞতা বর্তমানে মোটেই ভালো নয়। যে পরিমাণ শ্রম এবং খরচ জুমচাষে করেছেন, সে খরচের অনুপাতে আশানুরুপ ফলন পাওয়া যায় না।

মৈদং ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ার বাসিন্দা রাজেন মুনি তঞ্চঙ্গ্যা বলেন, আগে জুমচাষে বিভিন্ন সার ঔষধ ব্যবহার না করলেও ভালো ফলন পাওয়া যায়। কিন্তু বর্তমানে তা ব্যবহার করেও ফলন হয়না। কিন্তু মানুষ বাড়ছে, বাড়ছে বসতি। তাই জুমের জায়গা কমে আসছে। এখন একই স্থানে প্রতি বছর জুমচাষ করতে হচ্ছে।

দুমদুম্যা ইউনিয়নের উচ্চ শিক্ষিত মুনি শংকর চাকমা বলেন আধুনিক জাতগুলো স্থানীয় জাতের চেয়ে প্রায় দেড়গুণ বেশি ফলন দিচ্ছে। সুতরাং এলাকায় খাদ্যের চাহিদা পুরনে কৃষি বিভাগ যদি নতুন জাতগুলোর বীজ জুম চাষিদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ছড়িয়ে দিতে পারা যায়, তাহলে স্থানীয় জাতের বাইরে উচ্চ ফলনশীল জাত ব্যবহার করে অধিক লাভের মুখ দেখবে। তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।

কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বছর জুরাছড়ি উপজেলায় চার ইউনিয়নে ৭২০ হেক্টর পাহাড়ের জমিতে জুম চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রাও ধরা হয়েছে প্রায় ১ হাজার ৩শ মেট্টিকটন।

দুমদুম্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন পাহাড়ের জুম চাষ থেকে জুমিয়ারা সারাবছরের খাদ্য সংরক্ষণ করে। এ বছর জুমের ফসলের ভালো ফলন হয়নি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আহমেদ সরকার বলেন, মে-জুন মাসের দিকে আগুনে পোড়ানো পাহাড়ে জুম চাষ আরম্ভ হয়। প্রায় তিন-চার মাস পরিচর্যার পর সেপ্টেম্বর থেকে পাহাড়ে জুমের ধান কাটা শুরু করে জুমিয়ারা। কৃষি বিভাগ থেকে প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার প্রদান করা হয়। এছাড়া উপসহকারি কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে চাষিদের রোগবালাই দমনে পরামর্শ দিয়েছেন। তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার তারতম্যতায় যথাসময়ে বৃষ্টি না হওয়াই জুম চাষীরা আশা অনুরুপ ফলন হয়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠন

রাবিপ্রবিতে ছাত্রীদের হ্যান্ডবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ

বাঘাইছড়িতে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই-এএসপি মাহমুদা বেগম

কাউখালীর ঘিলাছড়ি জামিউল উলুম আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিল সম্পন্ন 

খাগড়াছড়ি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন্সের উদ্যোগে নারী দিবস উদযাপন

খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আওয়ামী লীগ নেতার গায়ের জোরে পাহাড় কেটে মানবশূণ্য এলাকায় রাস্তা নির্মাণ

error: Content is protected !!
%d bloggers like this: