খাগড়াছড়ির রামগড়ে ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ মে) বিকেলে রামগড় পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. ফয়জুর রহমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জামায়াতে ইসলামীর রামগড় শাখার সেক্রেটারি আনোয়ার হোসেন।
সভায় ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী, রামগড় ব্যাপ্টিস্ট চার্চের পালক পিলিপস হালদার, নবীন্দ্র ত্রিপুরা কার্বারি সহ আরও অনেকে। সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়। দেশের দুর্নীতিমুক্ত, কল্যাণকর রাষ্ট্র গঠনে আমাদের সংগঠনের বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশবাসীকে একবার আমাদেরকে ক্ষমতায় এনে পরীক্ষার সুযোগ দেয়া উচিত। আমরা কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি।
ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে এই মতবিনিময় সভার মাধ্যমে পার্বত্য অঞ্চলে পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যেন সমান নাগরিক অধিকার ভোগ করতে পারে এবং নিরাপদে বসবাস করতে পারে। এই প্রত্যাশা আমাদের। পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা এবং উন্নয়নে সকল রাজনৈতিক দলের আন্তরিকতা জরুরি।