আজ ১৭.০৬.২০২৫ ইংরেজী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাঙ্গামাটি শাখায় এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে আর্থিক সাক্ষরতা বিষয়ক গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ জনগণের মধ্যে আর্থিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা এবং সঠিকভাবে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা, সঞ্চয়, বিনিয়োগ ব্যবস্থাপনা ও বিনিয়োগ সম্পর্কে ধারণা প্রদান করা। সমাবেশের আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাঙ্গামাটি শাখা, যা আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ নাজমুল হক, এভিপি ও শাখা প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাঙ্গামাটি শাখা, রাঙ্গামাটি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাই সেলিম, এফএভিপি ও ম্যানেজার অপারেশন্স।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ‘আর্থিক সাক্ষরতা কেবল ব্যক্তিগত অর্থনৈতিক সুরক্ষার জন্য নয়, বরং জাতীয় অর্থনীতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সঠিক আর্থিক জ্ঞানই পারে একজন নাগরিককে ঋণের ফাঁদ থেকে রক্ষা করে সঞ্চয় ও বিনিয়োগের দিকে এগিয়ে নিতে।”
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়, যেমনঃ ব্যক্তিগত ও পারিবারিক বাজেট পরিকল্পনা, ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যবহার, ক্ষুদ্র সঞ্চয় ও বিনিয়োগ পদ্ধতি, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, ঋণের দায়িত্বশীল ব্যবহার।
সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, যুব সমাজ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে আর্থিক শিক্ষাবিষয়ক লিফলেট ও সচেতনতামূলক সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত সুধীবৃন্দ আর্থিক সাক্ষরতা বৃদ্ধির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের আহ্বান জানান।