নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ঘোষিত ১ কোটি টিকা কার্যক্রম সফল করতে রাঙামাটিতে কর্মরত এনজিওদের সহযোগিতা চেয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন ‘সরকারের স্বাস্থ্য বিভাগের পাশাপাশি এনজিওরা এগিয়ে আসলে এ কার্যক্রম সফল হবে’।
আজ রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যাুরো জগলুল হায়দার, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার, ব্র্যাক রাঙামাটি জেলা সমন্বয়ক হাবিবুর রহমান সহ রাঙামাটিতে কর্মরত এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটিতে কর্মরত এনজিও প্রতিনিধিরা তাদের কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।