জুরাছড়ি উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬আক্টোবর) “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম ।
সভায় মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, দুমদুম্যা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিফ খান উপস্থিত ছিলেন।