কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাতটি মামলায় ১৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
বুধবার (১৮ জুন) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে কক্সবাজার কারাগার থেকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা সাত মামলার শুনানি শেষে বিচারক আনোয়ারুল কবির ১৪ দিন ও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে হাজিরার খবর ছড়িয়ে পড়লে চকরিয়া থানা গেট এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাঁরা জাফর আলমের ফাঁসির দাবি জানান। অন্যদিকে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘মিথ্যা মামলায় হয়রানির’ অভিযোগ এনে ঝটিকা মিছিল করেন।
আদালতপাড়ায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে। বৃষ্টি উপেক্ষা করে উভয় পক্ষ মাঠে থাকলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাবেক এমপির বিরুদ্ধে চকরিয়া ও পেকুয়া থানায় হত্যাসহ বিস্ফোরক আইনে মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।