পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার দুই ইউনিয়ন ও পৌরসভার গরিব, অসহায় ও দুস্থ ৭ হাজার ৩৮৫ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সকালে রামগড়ে পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মমতা আফরিন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তিনি জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এরআগে শনিবার উপজেলার দুই ইউনিয়নের ১৮ ওয়ার্ডের ৪ হাজার ৩০৪ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে। এসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।