গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে কাউখালী উপজেলার আহ্বায়ক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক এম.এ. বাসার ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সালাউদ্দিন মোহাম্মদ রাসেল কে আহ্বায়ক ও মোঃ আলাহউদ্দিনকে সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়। নতুন এই কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে জেলা আহ্বায়ক কমিটি আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন:- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়কবৃন্দ মোঃ মনির খান, মোঃ আব্দুল মতিন, চাই সুই উ মারমা, মোঃ মোক্তার হোসাইন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসানুর রহমান সিদ্দিকি, যুগ্ম সদস্য সচিববৃন্দ মোঃ হাবীবুল্লাহ নয়ন, মোঃ গোলামুর রহমান, ওমর ফারুক (জাহিদ), শিউলি আক্তার, আরিফুল ইসলাম। সদস্যবৃন্দ উচনু মারমা, থুইচিং মং মারমা, মোঃ মেহেদী, মোঃ ফয়েজ, মোঃ কামরুল হাসান, সাইফুল ইসলাম, মোঃ সজিব, মোঃ মুরাদ, মোঃ এনামুল হক
বাবুল মারমা।
গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক এম. এ. বাসার এবং সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান নবগঠিত আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা এক যৌথ বিবৃতিতে বলেন,
“গণঅধিকার পরিষদ সবসময়ই সাধারণ মানুষের ন্যায়বিচার ও অধিকার আদায়ের সংগ্রামে অবিচল ছিল। নবঘোষিত কাউখালী উপজেলা আহ্বায়ক কমিটি তৃণমূলের শিক্ষার্থী ও যুবসমাজকে সংগঠিত করে গণমানুষের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”