নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন,মাদ্রা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে ইসলামী আন্দোলন রাঙামাটি জেলা শাখায় উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ দুপুর পৌনে ১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা শিক্ষক ফোরামের সহসভাপতি মাওলানা মাজহারুল ইসলাম। এসময় ইসলামী আন্দোলন রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিনসহ জেলা শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন,ছাত্র নেতা ওমর ফারুক, ইসলামী আন্দোলন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নুর হোসেন ও গাজী মাওলানা মোঃ শহিদুল্লাহসহ আরো অনেকে।
বক্তারা বলেন, শরীফ থেকে শরীফা এটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা সরকারকে বলবো এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার সাথে সাথে অসংগতিপূর্ণ কারিকুলাম সংশোধন করতে সরকারের প্রতি আহবান জানান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকুরি পূনর্বহালের দাবি জানান নেতৃবৃন্দ।

 
         
                     
  







 
                                     
                                    








