খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ একটি অভ্যন্তরীণ সড়ক বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। উপজেলার ক্যান্টিনের পাশের নার্সারী পাড়া এলাকার এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ জনগণ চলাচল করে থাকলেও সাবেক পতিত সরকারের আমলে পুরো সড়কটির মাঝ বরাবর গর্ত রেখে কাজ শেষ করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
সড়কটির মাঝ স্থানে ইট সোলিং না করায় ভেঙে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও আবার মাটি সরে গিয়ে হেঁটে চলারও অনুপযোগী হয়ে উঠেছে। সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে পানি জমে চলাচল আরও কষ্টসাধ্য হয়ে পড়ে। স্থানীয়রা বাধ্য হয়ে নিজেরাই কিছু বস্তা ফেলে সাময়িকভাবে পথ চলার ব্যবস্থা করলেও তা দীর্ঘস্থায়ী সমাধান নয়।
স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল ছাত্তার বলেন, “প্রতিদিন আমাদের এই সড়ক দিয়েই স্কুল ও বাজারে যাতায়াত করতে হয়। বিশেষ করে বৃষ্টি হলে পথচলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এত কষ্টের পরও আজ পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের পাশে দাঁড়ায়নি।”
স্থানীয় হাফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, “এই এলাকাটি যেন উন্নয়ন থেকে চিরতরে বিচ্ছিন্ন, দীর্ঘ প্রতিক্ষার পর একটি ইট সোলিং ২০২০-২০২১ অর্থ বছরে বাজেট হলেও পুরো রাস্তার কাজ না করেই কাজের সমাপ্ত ঘোষণা করেন ঠিকাদার। সড়কের অবস্থা দেখলে মনে হয় আমরা এখনো অন্ধকার যুগে বাস করছি।”
এদিকে, এই অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, “সড়কটির উন্নয়নের বিষয়ে সুষ্ঠ সমাধানের চেষ্টা চলমান রয়েছে।
তবে স্থানীয়দের দাবি, শুধুমাত্র আশ্বাস নয়, বাস্তবিক উন্নয়ন দেখতে চায় তারা। কারণ, একটি ভালো সড়ক শুধু চলাচলের সুবিধাই দেয় না, বরং তা এলাকার সার্বিক উন্নয়নের সাথেও ওতপ্রোতভাবে জড়িত।
চিত্রটি দেখেই বোঝা যায়, মহালছড়ির অভ্যন্তরীণ সড়ক ব্যবস্থার অনেকাংশেই নজরদারির অভাব রয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।


















