রাঙামাটির কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন এবং গঠিত সদস্যদের নিয়ে করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
কাপ্তাই ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর আয়োজনে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা। এসময় তিনি বলেন, মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারনে জলবায়ু পরিবর্তন হচ্ছে। যার ফলে অকালবৃষ্টি এবং অকালবন্যা হচ্ছে। এই বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
কাপ্তাই ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর সিনিয়র প্রোগাম অফিসার শম্পা দাশ গুপ্তার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং জলবায়ু পরিবর্তন বিষয় অফিসার, ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রজেক্ট সুইসাইন মারমা।