কক্সবাজারের ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসার আয়োজনে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
সহকারী শিক্ষক মাস্টার নেজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা শহিদুল আলম বাহাদুর। মাদরাসার সুপার মাওলানা মনছুর আলমের সভাপতিত্বে এসময় ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি লায়েক ইবনে ফাজেল ও সহ-সুপার মাওলানা নুরুল আজিমস বক্তব্য রাখেন।
অনুষ্টানে প্রধান অতিথি বলেন, জুলাইয়ের শহীদরা আমাদের জাতীয় জীবনের অহংকার। তাঁদের আত্মত্যাগ কোনো দলের স্বার্থে নয়, এ দেশের ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার জন্য। শহীদদের স্মরণ মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নতুন শপথ গ্রহণ।
তিনি বলেন, আজ যারা ষড়যন্ত্রের রাজনীতি করে শহীদদের স্বপ্নকে বিকৃত করতে চায়, তারা কোনো দিন সফল হবে না। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো। শহীদদের রক্তের ঋণ শোধের একমাত্র পথ সত্য, ন্যায় ও আদর্শের ওপর অবিচল থাকা।