বাঘাইছড়িতে টানা পাঁচ দিনের ভারী বর্ষন ও উজান থেকে নেমে আশা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার কাচাঁলং নদীর পানি বেড়ে এরইমধ্যে নিচু অঞ্চল সমূহ প্লাবিত হতে শুরু করেছে। উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী সড়ক ও পৌর এলাকার উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে ।এছাড়া বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি, বেপারী পাড়া, নিউলাইল্ল্যা ঘোনা এবং পৌরসভার বটতলী, মাদ্রাসা পাড়া, হাজী পাড়ার কিছু অংশ পানিতে তলিয়ে গেছে।
বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে টানা পাঁচ দিনের ভারী বর্ষণের ফলে মারিশ্যা দিঘীনালা সড়কে দুইটিলা এলাকায় দুইবার পাহাড় ধসের ঘটনা ঘটে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক জনপদ বিভাগ প্রায় ২ ঘন্টার চেষ্টায় যানচলাচল স্বাভাবিক করে তোলে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন , বন্যার আশংকায় উপজেলা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকি পূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। এছাড়া আনসার ভিডিপির সদস্যদের উদ্ধার কাজে মাঠে রাখা হয়েছে।