শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পার্বত্য জেলায় একমাত্র সরকার অনুমোদিত কিডনী ডায়ালাইসিস সেন্টার রাঙামাটির ননিতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৮, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

তিন পার্বত্য জেলায় একমাত্র সরকার অনুমোদিত ননিতা কিডনী ডায়ালাইসিস সেন্টার ইউনিট হাসপাতাল এখন রাঙামাটিতে। আর নয় ঢাকা আর নয় চট্টগ্রাম এখন পার্বত্য জেলা রাঙামাটির দক্ষিণ কালিন্দীপুর সড়ক, (ডিসি অফিসের বিপরীতে) বাজার ফান্ড মিনি সুপার মার্কেট দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে। চিকিৎসা জগতে শতভাগ বিশ্বাস্থ, নিখুঁত, শতভাগ র্নিভুল, নতুন ও পরিস্কার পরিচ্ছন্ন জাপানি আধুনিক মেশিন দ্বারা দক্ষ ল্যাব টেকনিশিয়ার দিয়ে এখানে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট প্রদান করা হয়। ভারতের স্বনামধন্য বেশ কয়েকটি ল্যাব রিপোর্ট এবং ননিতার ল্যাব রিপোর্ট প্রায় হুবহু মিল পাওয়া গেছে। সম্প্রতি এমন তথ্য দিয়েছেন সাবেক সিভিল সার্জন ডাক্তার উদয়ন শংকর দেওয়ান।

সাবেক সিভিল সার্জন ডাক্তার উদয়ন শংকর দেওয়ান বলেন, আমি সম্প্রতি ভারতের চেননাই রিয়েলা হাসপাতালে বেশ কিছু টেষ্ট করি। একই ভাবে ওই টেষ্ট গুলো আমি রাঙামাটি শহরের ননিতা কিডনী ডায়ালাইসিস সেন্টার ইউনিট হাসপাতালে করি। পরে ভারতের রিপোর্ট ও ননিতার রিপোর্ট মিলিয়ে দেখি রিপোর্টে তেমন কোন পার্থক্য নাই। তাহলে নিঃসন্দেহে বলতে পারি ননিতা ল্যাবের রিপোর্ট রোগির জন্য নিরাপদ ও কম ব্যয় বহুল। তাহলে আমরা ননিতা ল্যাবের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে পারি।

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং পাহাড়ের খবরের সম্পাদক এম.কামাল উদ্দিন বলেন, আমার জানা মতে, রাঙামাটি শহরে যতগুলো ল্যাব রয়েছে তার মধ্যে আধুনিক মেশিন ও উন্নতমানের যন্ত্রপাতি দ্বারা ল্যাব পরীক্ষা-নিরীক্ষা করা হয় ননিতা কিডনী ডায়ালাইসিস সেন্টার ইউনিট হাসপাতালে। আমি বেশ কয়েকবার বিভিন্ন ধরনের বড় বড় কয়েকটি টেস্ট করিয়েছি তাতে রিপোর্ট গুলো চট্টগ্রামের স্বনামধন্য ল্যাবের সাথে মিল আছে। আর কিডনী ডায়ালাইসিস ও অত্যন্ত যত্নসহকারে করা হয়। পাশাপাশি কিডনী ডায়ালাইসিসে ঢাকা ও চট্টগ্রামের চেয়ে দাম কম রাখা হয়। তাহলে পাহাড়ের মধ্যে এত সুযোগ সুবিধা থাকতে আপনি ও আমি কেন কিডনী ডায়ালাইসিস এর জন্য সুদূর ঢাকা এবং চট্টগ্রামের কথা ভাবছি!

ননিতা কিডনী ডায়ালাইসিস সেন্টার ইউনিট হাসপাতাল এর নির্বাহী পরিচালক হামির বিকাশ চাকমা বলেন, আমি নিজেই একজন কিডনী রোগি নিয়ে দীর্ঘ বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছি। তাই সিদ্ধান্ত নিলাম যে কোন মূল্যে আমি কিডনী ডায়ালাইসিস সেন্টার হাসপাতাল স্থাপন করবো। সেই পরিকল্পনা থেকেই আজ আমার এই সেবামূলক প্রতিষ্ঠানটি গড়ে তোলা। এখন আমার আর রোগি নিয়ে ঢাকা ও চট্টগ্রাম যেতে হচ্ছে না। আমার এখানে ল্যাবসহ আধুনিক ৪-৫টি কিডনী ডায়ালাইসিস কেবিন রয়েছে। সাথে কিডনী ডায়ালাইসিস করার জন্য সবযন্ত্রপাতি রাখা হয়েছে। আমি টাকা ইনকামের চেয়েও মানবিক হিসেবে রোগির সেবাটাকে বড় মনে করি। আমার এখানে কিডনী ডায়ালাইসিসে ঢাকা চট্টগ্রামের চেয়ে অনেক কম খরচ। ননিতা কিডনী ডায়ালাইসিস সেন্টার ইউনিট হাসপাতালে সব ধরনের ল্যাব টেষ্টা করা করা। পাশাপাশি ২৪ঘন্টা অভিজ্ঞ ডাকার দ্বারা সেবা প্রদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: