রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের স্মরণে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার জোহরের নামাজ শেষে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোঃ আবুল হাসেম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পাঠান মোঃ সাইদুজ্জামান।এছাড়াও স্থানীয় লোকজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দগণ উপস্থিত ছিলেন। পরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।