রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিষপানে আত্মহত্যা করেছেন মোসাম্মৎ সাবিনা (২৫) নামে এক গৃহবধূ।
স্বামী মো. ইব্রাহিমের সঙ্গে ৬ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন সাবিনা, সাবিনার তার পিতার নাম আব্দুল কাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, গেল বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করেন সাবিনা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (৮ জুন) সকালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, “স্বামী স্ত্রী তারা আমার ওয়ার্ডে একটি ঘর ভাড়া করে থাকেন। যেদিন বিষপান করেন সেদিন আমরা কিছুই জানতে পারিনি। আজ সকালে খবর পাই যে, সাবিনা বিষপান করে মারা গেছেন। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।”
এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো:নাজির আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।