হিমেল চাকমা, রাঙামাটি।
রাঙামাটি জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে এ্যাডভোকেট মোখতার আহম্মদ, সাধারণ সম্পাদক পদে রাজীব চাকমা নির্বাচিত হয়েছেন। সভাপতির পদে মোখতার আহম্মদ পন ৪৩ ভোট। তাঁর নিকটতম প্রার্থী এ্যাডভোকেট কল্যাণমিত্র পেয়েছেন ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী এ্যাডভোকেট রাজীব চাকমা পেয়েছেন ৩৫ ভোট। তাঁর নিকটতম প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন পেয়েছে ২৭ ভোট। নির্বাচনে অন্যান্য পদে সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।
বিগত সমিতির সভাপতি কল্যাণমিত্র এবারও নির্বাচনে প্রতিদ্বন্দীতা করলেও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার চৌধুরী নির্বাচন করেননি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এ্যাডভোকেট মিহির বরণ চাকমা, সহকারী কমিশনার ছিলেন এ্যাডভোকেট পারভীন আক্তার এবং এ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু।