রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুলাহ আল বাকের। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় এর শিক্ষক নুর জামাল। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মূল্যায়ন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে রচনা প্রতিযোগিতার পুরষ্কার দেয়া হয়।