মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে শিক্ষক,অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৭মে) সকাল সাড়ে ১১টায় স্কুল মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাপ্তাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন। এসময় তিনি বলেন,মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরোও সচেতন হতে হবে। নবম এবং দশম শ্রেণির ভিত্তি যাদের বেশি হবে তাঁরা পরবর্তীতে বেশি ভালো করবে।
স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সভাপতিত্বে স্কুলের সিনিয়র শিক্ষক সিরাজ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, স্কুলের সিনিয়র শিক্ষক হারুনুর রশীদ,সিনিয়র শিক্ষক শফিকুল আলম,সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম।
মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন অভিভাবক জ্যোতির্ময় চাকমা,দশম শ্রেণির শিক্ষার্থী মো:সাকিব ও মরিয়ম বিবি হালিমা।