নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নের নাঙ্গেল পাড়া এলাকায় খাগড়াছড়ি হতে রাঙামাটির সড়কের পাশেই বেঁকে আছে একটি বিদ্যুতের খুঁটি।
খুঁটিটি ঝড় কিংবা বাতাসে ঝুঁকে পড়ার শঙ্কা ভুগছেন বলে জানিয়েছেন সেখানকার স্থানীয়রা।
সরজমিনে গিয়ে দেখা যায় ওই বিদ্যুতের খুঁটিটির মাটির গোড়া থেকে মাটির উপরের প্রায় ৪ ফুট খুঁটির এপিট ওপিঠ মিশে গিয়ে বেঁকে আছে।
সেখানকার লোকজনরা জানায়, প্রায় এক মাসেরো বেশি হয়েছে এই সড়কে একটি মিনি ট্রাক অপর দিক থেকে আসা তিনটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে এই বিদ্যুৎ এর খুঁটিতে আঘাত লেগে খুঁটিটি বেঁকে যায়।
এবিষয়ে মহালছড়ি বিদ্যুৎ বিভাগ কর্মকর্তা (আড়ি) মোঃ নুরনবী জানাযন, রাঙামাটি টু খাগড়াছড়ি সড়কের নাঙ্গেল পাড়া এলাকায় দুর্ঘটনায় বেঁকে যাওয়া খুঁটিটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন।