প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং মাধ্যমে আগামী ০৯ আগষ্ট ২০২৩ রাঙামাটিতে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) এবারে আরোও ২১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের কার্যক্রমের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী।
সোমবার(০৭ আগষ্ট) বিকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, এবারে রাঙামাটিতে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১১ টি, কাউখালী উপজেলায় ৪৯ টি, রাজস্থলী উপজেলায় ০১ টি, বরকল উপজেলায় ২০ টি, বাঘাইছড়ি উপজেলায় ১০০ টি এবং লংগদু উপজেলায় ৩২ টি সহ মোট ২১৩ টি গৃহের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে। আগামী ০৯ আগস্ট প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।
এসময় মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এস ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা
জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম সহ জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।