রাঙামাটি জুরাছড়ি উপজেলায় একসপ্তাহ ব্যবধানে আবার সেগুন কাঠ জব্দ করেছে সেনা বাহিনী।
রবিবার উপজেলা চকপতিঘাট এলাকায় একটি চক্র পাচার কালে জোন উপ অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হকের নেতৃত্বে ৯৪টি গোল কাঠ জব্দ করে। যার বাজার মূল্য ৪ লক্ষ ৪০ হাজার টাকা প্রায়।
কাঠের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। জোন উপ অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হক বলেন অবৈধ ভাবে কাঠ পাচার রোধে সেনা বাহিনী কঠোর নজরদারী রেখেছে। আগামীতেও অবৈধ কাঠ পাচারে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবেনা।
তিনি আরো জানান, আটককৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ এর আগে ৯ অক্টোবর সন্ধ্যায় বনযোগীছড়া এলাকা থেকে সেগুন গাছ জব্দ করা হয়।