রাঙামাটির পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ আল আমিন সাজিদকে সম্মাননা প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবসে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে ‘সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
“VISUALS BY SAJID” নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ২০২৪ সাল থেকে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরছেন তিনি। ড্রোন ও স্মার্টফোনের লেন্সে পাহাড়, ঝরনা, হ্রদ ও প্রকৃতির অপূর্ব দৃশ্য ধারণ করে সাজিদ ইতোমধ্যেই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। তার কাজের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের কাছে রাঙামাটির পর্যটন সম্ভাবনা নতুনভাবে উপস্থাপিত হচ্ছে।
আল আমিন সাজিদ জানান, রাঙামাটির প্রকৃতির সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরাতে ২০২৪ সাল থেকে তার এই প্রচেষ্টা। পর্যটন দিবসে এই স্বীকৃতি তাকে আরও অনুপ্রাণিত করবে।