গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে বিতর্কিত আদিবাসী বিষয়ক প্রস্তাবনা বাতিলের দাবি জানিয়েছে রাঙামাটির সচেতন ছাত্র জনতা।
আজ বুধবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর জমা দেয়া হয়। এ সময় ছাত্র জনতার পক্ষে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি তাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয় গণ মাধ্যম কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে সেখানে সুকৌশলে আদিবাসী বিষয়ে কতিপয় প্রস্তাবনা সন্নিবেশিত করেছে। যা রাষ্ট্র ও সংবিধান বিরোধী। বাংলাদেশ সরকার যেখানে বাংলাদেশে আদিবাসী নেই উল্লেখ করে প্রজ্ঞাপন দিয়েছে সেখানে আইএলও কনভেনশন এর বরাত দিয়ে আদিবাসী ইস্যুতে প্রস্তাব দেয়া অবান্তর।
এ ধরনের প্রস্তাব সম্পুর্ন সংবিধান ও রাষ্ট্র বিরোধী উল্লেখ করে এসব প্রস্তাবনা বাতিল করতে প্রধান উপদেষ্টার নিকট দাবি জানানো হয়।