“তারুণ্যের দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর ভূমিকা” বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে । আজ (৩ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা আইসিটি অফিসার সলিল চাকমার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান।
তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা তরুণ সমাজের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দক্ষতা অর্জনের মাধ্যমে আমাদের তরুণরা আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের অবস্থান তৈরি করতে
কর্মশালায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, উদ্যোক্তা ও প্রযুক্তি অনুরাগীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানতে পারেন।