রাঙ্গামাটির বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা-২০২৫ ইং উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২:০০ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক- এর সভাপতিত্বে প্রশাসনের আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার, বিলাইছড়ি সেনা জোনের সার্জেন্ট মোঃ জিয়ারুল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইমাম হাসান সিকদার, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, থানা এসআই (নিঃ) আব্দুর রব, ওয়ার্ড মেম্বার ওমর ফারুক (মনি), উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক জয় দে, অর্থ সম্পাদক হৃদয় দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি দে এবং অর্জুন ঘোষ প্রমূখ।
আগামী ২৭ সেপ্টেম্বর হতে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাদেবীর শুভ অর্চনা অনুষ্ঠিত হবে। এতে পূজা চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তায় সেনা, পুলিশ, আনসার,ভিডিপি, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এছাড়াও সিসি ক্যামেরার আওতায় থাকবে। থাকবে স্ট্রাইকিং ফোর্সও। তাই পূজা উদযাপনে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বাজার এলাকায় ব্যবসায়ীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। তবে, নেশাগ্রস্থ ও মাতাল অবস্থায় বা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।