বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঙ্গালহালিয়া ইউনিয়নের মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলি, রাঙামাটি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বাঙ্গালহলিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুন্সি পাড়ায় এ কর্মী সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজস্থলী উপজেলা মহিলা দলের সভানেত্রী জনাবা প্রেমা তালুকদার, তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সংগঠন। এ সংগঠনের প্রতিটি নেত্রী-কর্মীকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে। রাজনীতির মাঠে শুধু পুরুষ নয়, মহিলাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এখন থেকে ঘরে-বাইরে, গ্রামে-গঞ্জে গিয়ে মহিলা দলের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

তিনি আরও বলেন, “আজ দেশের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসনের অভাব এবং গণতন্ত্রের সংকটে সাধারণ জনগণ দিশেহারা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এজন্য মহিলা দলের প্রতিটি নেত্রীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।”

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা। তিনি বলেন, “রাজস্থলীর প্রতিটি ওয়ার্ডে মহিলা দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মহিলা নেত্রীদের ঘরে বসে থাকলে চলবে না, তাদের মাঠে নামতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা বেগম, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নেত্রীরা।

বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের ভোগান্তি এবং বিএনপির আন্দোলনকে বেগবান করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। তারা বলেন, “আগামী দিনের আন্দোলন-সংগ্রামে মহিলা দলকে প্রথম সারিতে থাকতে হবে। কারণ একটি আন্দোলনের সাফল্যে নারীর ভূমিকা অনস্বীকার্য।” কর্মী সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের অসংখ্য মহিলা দল কর্মী উপস্থিত থেকে কর্মসূচি সফল করে তোলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: