কক্সবাজারের ঈদগাঁও থানার নারী অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন দায়িত্ব নিতেই নেমেছেন দুর্ধর্ষ পদক্ষেপে। পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দীর্ঘদিনের ডাকাতি, অপহরণ ও ছিনতাই দমনে তিনি শুরু করেছেন পাহাড়-জঙ্গলে চিরুনি অভিযান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তার নেতৃত্বে জেলা পুলিশ লাইনের অতিরিক্ত সদস্য, রামু-পেকুয়া থানা পুলিশ ও ডিবির নারী-পুরুষ সদস্যদের নিয়ে সাড়ে তিন ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। তবে, এসময় ডাকাত-অপহরণকারীদের সম্ভাব্য আস্তানা চিহ্নিত করা হয়। স্থানীয় জনসাধারণও অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে ওসি ফরিদা জানান, অপরাধচক্রের শেকড় উপড়ে না ফেলা পর্যন্ত অভিযান চলবে। তিনি প্রতিশ্রুতি দেন—অপরাধ নির্মূল করেই এ স্টেশন ছাড়বেন।