রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাম্প্রদায়িক শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে লংগদু জোনে আলোচনা সভা

প্রতিবেদক
গোলামুর রহমান, লংগদু, রাঙামাটি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

পাহাড়ে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাঙামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টম্বর) বেলা ১২টায় লংগদু জোনে উক্ত সাম্প্রদায়িক শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে লংগদু জোনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি”র প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন, অত্র জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন। এছাড়াও স্থানীয় পুলিশ,আনসার সহ প্রশাসন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং অত্র জোনের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর জোর দেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপতৎপরতা রুখে দিতে প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে নিবিড় সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

অত্র জোনের জোন কমান্ডার এর পক্ষ হতে জানানো হয়, “পাহাড়ে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেনাবাহিনী সর্বদা স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে আছে এবং থাকবে। জোন অধিনায়ক বলেন কোন ধরণের সহিংসতা মেনে নেওয়া হবেনা। আসন্ন হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা ও বৌদ্ধধর্মীয় কঠিন চিবরদন অনুষ্ঠানে সকলে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে। এতে কোনরকম বাঁধা বিপত্তি বা কেউ জামেলা সৃষ্টি করলে কঠিন ভাবে দমন করা হবে। সেনাবাহিনী দেশ এবং জাতীর কল্যাণে কাজ করে কেউ দেশে অস্থিরতা সৃষ্টি করলে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী কঠুর হাতে দমন করতে বাধ্য হবে।

সকলের কাছে জোন অধিনায়কের পক্ষ হতে জানানো হয়েছে, যেকোন সহিংসতার ঘটনা শুনার সাথে সাথে দ্রুত স্থানীয় সেনা ক্যাম্প বা জোনকে অবহিত করতে বলা হয়েছে। সেনাবাহিনী জননিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছেন। যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা সভায় এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে শান্তি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য ধরে রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: