আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেই ধারাবাহিকতায় মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় মহালছড়ি বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হওয়া এই গণসংযোগ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পেপার বোর্ড সংলগ্ন স্থানে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে আয়োজিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু।
এসময় জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু বলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও তিন পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করে ধানের শীষ প্রতীকে জয়ী করতে হবে। সে লক্ষ্যেই আজকের এই সভা ও গণসংযোগ।
পথ সভায় মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন,আজকের এই পথসভা আমাদের প্রমাণ করে যে মহালছড়ির সাধারণ মানুষ জননেতা ওয়াদুদ ভূইয়াকে আবারো এমপি হিসেবে চায়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকি তবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে এবং আমাদের নেতা সংসদ সদস্য হবে। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং গণতন্ত্রকে ফিরিয়ে আনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।
মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বলেন, আমরা জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে মাঠে নেমেছি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে খাগড়াছড়ি উন্নয়ন ও জনবান্ধন নেতা ওয়াদুদ ভূইয়াকে আবারো সুযোগ দিবো পার্বত্য বাসীর জন্য নিবেদিত ভাবে কাজ করার জন্য। জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগ চলাকালে দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন দলীয় নেতারা।