সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ে জনসম্পৃক্ত উদ্যোগ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ

বর্তমান পরিস্থিতিতে সকল জাতি গোষ্ঠীর মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ির চার ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পাহাড়ে দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিদ্যমান। কোনো অপশক্তি যেন জাতিগত বিভাজন সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। সবাইকে মিলেমিশে কাজ করার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

সম্প্রতি খাগড়াছড়ি জেলা সদরে এক মারমা তরুণীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জেলা সদর ও গুইমারা উপজেলায় সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়, এতে ১৪৪ ধারা জাড়ি করে প্রশাসন। ১৪৪ ধারা ভঙ্গ করর সহিংসতার এ ঘটনায় প্রাণ হারান তিনজন। এছাড়া সহিংসতায় সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ জন সেনা সদস্য, একজন সাংবাদিক এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এই প্রেক্ষাপটে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয় সভায়। বক্তারা আরও বলেন, এ ধরনের সহিংসতা পাহাড়ের শান্তি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে আস্থা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অঙ্গীকার করেন যে, তাঁরা জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করবেন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: