জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্না চাকমার ভাই পার্বন চাকমা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বুধবার দুপুর ১২ টার দিকে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামের ঋতুদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঋতুর দুলাভাই সোনামনি চাকমা (৪০) বলেন, বুধবার সকালে কলেজ থেকে এসে বাড়িতে গোসল করতে পানির মোটর চালু করতে যায়। এ সময় মোটর চালু হচ্ছে না দেখে সুইচ খুলতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে। এরপর রাঙামাটি হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার পার্বনকে মৃত বলে দেয়।
ঋতুপর্না চাকমা বলেন, দুই ভাইবোনে একসাথে ভোটার হব কথা ছিল। এজন্য আমি বুধবার (২৯ জুন) বাড়িতে আসি। এসে এ দুর্ঘটনা ঘটল। পার্বন কাপ্তাই কর্নফুলী সরকারী কলেজে ১ম বর্ষে ছাত্র ছিলেন।
৬ বোন ১ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল পার্বন। পার্বনের বড় ঋতুপর্না চাকমা।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি কবির হোসেন ও কাউখালী থানার ওসি শহীদুল্লাহ জানান আইনী প্রক্রিয়া শেষে পার্বনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঋতুপর্নরা যখন ছোট ছিলেন তখন ঋতুর বাবা মারা যান। মা বোজপুদি চাকমা ঋতুদের বড় করেন।
এদিকে ছেলের মৃত্যু হয়েছে এখনো বিশ্বাস করতে পারছে না ঋতুপর্নার মা বোজপুদি চাকমা। হাসপাতাল প্রাঙ্গনে বার বার মুর্ছা যাচ্ছেন ঋতুপর্নার মা।
এদিকে ঋতুপুর্না ভাইয়ের মৃত্যুর খবরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে দাহ ক্রিয়ার জন্য আর্থিক সহযোগীতা দেয় জেলা প্রশাসক মিজানুর রহমান। জেলা প্রশাসকের পক্ষ হয়ে হাসপাতালে গিয়ে এ সহযোগীতা ঋতুপর্নার হাতে তুলে দেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) হাসান মোহাম্মদ শোয়াইব।