খাগড়াছড়ির মহালছড়িতে বকেয়া বেতনের দাবিতে এলজিইডি অফিসে বিক্ষোভ করেছেন রাস্তার কাজের নারী শ্রমিকরা। চার ইউনিয়নের চারটি প্রকল্পে নিয়োজিত ৩২ জন নারী শ্রমিক ও একজন সুপারভাইজার চার মাস ধরে বেতন না পাওয়ায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তারা মহালছড়ি উপজেলা এলজিইডি কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
শ্রমিকদের অভিযোগ, বিগত চার মাস ধরে তারা নিয়মিতভাবে কাজ করলেও বেতন পাননি। এতে পরিবারের খরচ, সন্তানের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে চরম সংকটে পড়েছেন।
সদর ইউনিয়নের শ্রমিক গোলাপ মার্মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,চার মাস ধরে ধার–দেনা করে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। আমরা অফিসের নিয়ম বুঝি না—শুধু চাই আমাদের বেতনটা।
এ বিষয়ে জানতে চাইলে মহালছড়ি উপজেলা প্রকৌশলী মো. আনছার হোসেন বলেন, শ্রমিকদের বেতন কেন চার মাস ধরে বন্ধ রয়েছে, তা এলজিইডির খাগড়াছড়ি জেলার নির্বাহী প্রকৌশলীর এখতিয়ারে পড়ে। উপজেলা পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।”
তবে প্রকল্পের সুপারভাইজার জানান, বরাদ্দ ফান্ড আসলেও শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি।
তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রতিজন শ্রমিকের মাসিক বেতন ৯ হাজার টাকা, যার মধ্যে ৩ হাজার টাকা সঞ্চয় হিসেবে কেটে রেখে ৬ হাজার টাকা প্রদান করা হয়। চার মাস ধরে বেতন বন্ধ থাকায় শ্রমিকরা এখন মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় সচেতন মহল দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে তাদের দুঃখ-দুর্দশা লাঘবের আহ্বান জানিয়েছেন।