বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা, পুরস্কার ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শুক্রবার সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় শিশু একাডেমিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সহ-সম্পাদক, (সাবেক) রাঙামাটি জেলা বিএনপি’র সফল সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এডভোকেট দীপেন দেওয়ান।
এসময় বিশেষ অতিথি ছিলেন, মৈত্রী চাকমা, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ নং আসনের ধানের শীষ পদপ্রার্থী এবং প্রাক্তন শিক্ষক, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক ও রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুজিবুল হক বুলবুলসহ আরো অনেকে।
প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদ্বয় বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই আগামী দিনে এদেশের কান্ডারী। তাই কোন শিশুকেই অবহেলার চোখে দেখা যাবে না। শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি লেখাধুলার সুযোগ করে দিতে হবে। শিশু ছেলে মেয়ে সবাই সমান।